মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত হয়।

দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নীতিমালাসহ বিজ্ঞপ্তি প্রকাশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সরকারি মেডিকেল কলেজগুলোতে এবছর এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবছর আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি মেডিকেল কলেজে  ২০ থেকে ৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি।

গত বছর দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০।


সর্বশেষ সংবাদ