এক বোর্ডে ১৬ কলেজের সবাই ফেল

  © সংগৃহীত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১৬টি কলেজের কেউই পাস করতে পারেননি। এই ১৬ কলেজে শিক্ষার্থী ছিলেন মোট ৪৬ জন।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

জানা যায়, চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৭১টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই মধ্যে ১৬টি কলেজের কেউই পাস করতে পারেননি।

কলেজগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজের ১১ জন, একই জেলার উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজের চার জন, রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজের একজন, নাগেশ্বরী উপজেলার সমাজকল্যাণ মহিলা কলেজের একজন ও ভুরুঙ্গামারি উপজেলার মেইডাম কলেজের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বেহলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ জন, একই জেলার আদিতমারি উপজেলার কুমড়ীরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজের দুজন, কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল ও কলেজের একজন, দক্ষিণ ঘানাসিয়াম স্কুল ও কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন।

এছাড়াও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারিতলা আদর্শ কলেজের পাঁচ জন ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের একজন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজের পাঁচ জন, সদর উপজেলার কদমরাসুল হাট স্কুল অ্যান্ড কলেজের চার জন এবং পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজের একজন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের দুজন এবং নীলফামারীর জলঢাকা উপজেলার গলমুন্ডা আদর্শ কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন।

রবিবার (২৬ নভেম্বর) সারা দেশের মাদ্রাসা, কারিগরি ও সাধারণ মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারা দেশে শূন্য পাসের প্রতিষ্ঠান ৪২টি। এরমধ্যে দিনাজপুর বোর্ডেই এতগুলোর কলেজের ফলাফল শূন্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বলেন, ‘অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ