দুপুরে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা, রাতে ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১১:৫২ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১২:৫৬ AM
সারাদেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১-১২টায় অনুষ্ঠিত হয়। এ দিনই রাতে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬২২৯ জন পরীক্ষার্থী।
শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। ফলে এবারের (২০২৩ সালের) পরীক্ষায় উপস্থিত হয়েছেন প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী এবং ৬ জন পরীক্ষার্থীর ফলাফল অপেক্ষমান রাখা হয়েছে। গতবারের (২০২২ সালের) এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ পরীক্ষার্থী।
এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন