১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে বিওয়াইএলসি
চাকরি ও ব্যবসা উদ্যোগে দক্ষতা অর্জন ও সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে যুব সংগঠন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।
আইকিয়া ফাউন্ডেশন ও নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘বাংলাদেশী তরুণদের জন্য টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক চার বছর মেয়াদি এক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রকল্পটির অধীনে ৪ হাজার তরুণ-তরুণীকে চাকরি এবং ৩০টি ব্যবসা উদ্যোগকে অর্থায়নও করবে বিওয়াইএলসি। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনেও চলবে এ প্রশিক্ষণ।
রবিবার বিকালে রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেদারল্যান্ডের প্রিন্স কন্সটান্টিন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, এসবিকে টেক ভেঞ্চারে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির, বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ।