সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৩ AM

হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট ও ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করা হয়েছে। জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। শুক্রবার ( ১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, হজ পালনের জন্য সরকারি অনুমতি ছাড়াই ট্রানজিট ও ভিজিট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
হজের জন্য নির্দিষ্ট ভিসা না থাকায় এসব নাগরিককে আটক করা হয়। গত কয়েক দিনে হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব ট্যুরিস্ট ও ভিজিট ভিসা সাময়িক বন্ধ রেখেছে। কর্তৃপক্ষের বক্তব্য, নিবন্ধিত হজযাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত। এ সময় বেআইনিভাবে হজ করতে এসে ধরা পড়লে আটক ও দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে।
মিসরের পর্যটন মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে নাগরিকদের অফিশিয়াল চ্যানেল ছাড়া হজের প্যাকেজে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সৌদি গমনেচ্ছুদের ভিসার ধরন ও মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে ফ্লাইনাসের একটি ফ্লাইটে ১৩০ যাত্রীর মধ্যে মাত্র ৩৮ জনকে যেতে দেওয়া হয়। বাকিরা হালনাগাদ নিয়মে অকার্যকর ভিসা দেখাতে ব্যর্থ হন।