হাসিনার পক্ষে ১০০১ শিক্ষকের বিবৃতি, যা বললেন ঢাবি উপাচার্য

১৮ নভেম্বর ২০২৫, ০৬:২২ PM
কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়ার ১০০১ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিষয়ে মুখ খুলেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তাদের অপরাধের মাত্রা নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের পর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান উপাচার্য।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিলে আইনে টিকবে না। মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলো আলমেটলি আইনের দ্বারস্ত হবে। এজন্য আমরা নিয়মতান্ত্রিক উপায়ে এ কাজগুলো করছি। সামনে সিন্ডিকেটে বেশ কিছু সিদ্ধান্ত হবে।

১০০১ জনের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, ১০০১ এর প্রকৃত সংখ্যাটা কী? দ্রুতই আমরা এই ডকুমেন্টটা আমাদের আইনজীবী প্যানেলে পাঠাব যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এজন্য একটা জেনুইন লিস্ট লাগবে যে আমাদের শিক্ষক কয়জন, তারা আসলেই বিবৃতি দিয়েছেন কিনা এবং আইনের চোখে এই অপরাধের মাত্রা কি। এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে।

তালিকায় নাম থাকা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। উপাচার্য বলেন, আমরা স্পষ্ট ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছি। এভরিবডি ইজ ক্লিয়ার এবাউট ইট। সে ক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে হিকমা প্রয়োগ করে এই জিনিসটা প্রয়োগ করব।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫