জাপানের এনইএফ বৃত্তি পেলেন জাবির ২০ শিক্ষার্থী

১১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM
এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান © টিডিসি

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য কামরুল আহসান বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার জায়গাগুলোতে বৈষম্য দূর করতে হবে। অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে কষ্ট হয়। সে জন্য বৃত্তি দেওয়ার ক্ষেত্রে মেধাবীদের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় করার উপদেশ দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, এনইএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনভেনার অধ্যাপক এ এইচ এম সা’দৎ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫