নিজ বাড়িতে ঢাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ PM
ঢাবি শিক্ষার্থী লিপন রায় দ্বীপ

ঢাবি শিক্ষার্থী লিপন রায় দ্বীপ © সম্পাদিত

লিপন রায় দ্বীপ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্বীপ ঢাবিতে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ হলের আবাসিক ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়।

আরও জানা গেছে, ঢাবির জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কাজল দাস এবং অতনু বর্মন কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন লিপন কুমার রায় দ্বীপ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বীপের ব্যাচমেট ও গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল জোবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়ে বলেন, ব্যক্তিগত কারণে গতকাল (শুক্রবার) মাঝরাতে আমার ডিপার্টমেন্টের বন্ধু লিপন রায় দ্বীপ লালমনিরহাটে নিজ বাড়িতে সুইসাইড করেছে।

তিনি বলেন, চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগে দ্বীপ মারা গেছে, এমনটা শোনা যাচ্ছিল। তবে, সে ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে চাকরি করছিল। চাকরির সমস্যা নয়, বিষয়টা পারসোনাল (ব্যক্তিগত)।

দ্বীপের দাদা সজীব বলেন, আমি শুনেছি দ্বীপ আত্মহত্যা করেছে। আমি এখনো বাড়িতে যাইনি। আমরা যতটুকু ধারণা, দ্বীপ ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। যার কারণে, হতাশায় হয়তো আত্মহত্যা করেছে।  

এ বিষয়ে জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু ‍শুনিনি। আমরা খোঁজ নেব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য এখনো আসেনি। আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। 

 

 

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫