‘সাইবার বুলিংয়ে আপনি সফল হবেন না’, পিনাকীকে কড়া জবাব ড. স্নিগ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ PM
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা © ফেসবুক থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে চলছে নানা তর্ক-বিতর্ক। ভোটের দুই দিন পর ঘোষিত ফলাফলে অধিকাংশ পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির। ফল ঘোষণার দিনে কারচুপি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন সদস্য ও নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক  ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।

ড. স্নিগ্ধার পদত্যাগের পর অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি ড. স্নিগ্ধার টিপ পরা, রাজনৈতিক ট্যাগিং ইত্যাদি নিয়ে কথা বলেন। এটাকে সাইবার বুলিং হিসেবে অভিযোগ করেন জাবির এই শিক্ষক।

এবার পিনাকীর স্ট্যাটাসকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ড. স্নিগ্ধা।ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, “বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য কী জানেন? তাকে যদি বিরক্ত না করেন, সে আপনাকে ছোবল মারবে না। কিন্তু যদি বিনা কারণে বিরক্ত করেন, সে আপনাকে ছাড়বে না। ঘটনাচক্রে আমার রাশিও বৃশ্চিক।”

পিনাকীর উদ্দেশে ড. স্নিগ্ধা আরও লিখেছেন, “আমাকে মিথ্যা রঙ দিতে কিংবা সাইবার বুলিং করার চেষ্টা করছেন। পিনাকী ভট্টাচার্য, আপনি খুব একটা সফল হবেন বলে মনে হয় না। দক্ষিণপন্থীদের আমার বিপক্ষে উস্কে দেওয়ার এই হীন অপপ্রচেষ্টা আপনাকেও সুখকর অনুভূতি দেবে বলে মনে হয় না। আমি আপনার মতো বিদেশে বসে দক্ষিণপন্থীদের লালনপালন করি না। বাংলাদেশেই থেকে গত শাসনামলে দুর্বৃত্তায়ন ও অন্যায়ের বিরুদ্ধে আমি একাই লড়েছি।”

তিনি আরও লিখেছেন, “আমি কোনোদিনই কোনো দলের রাজনৈতিক নেত্রী ছিলাম না। কিন্তু জাকসু কমিশন থেকে পদত্যাগ করার ঘটনায় আপনার এত অস্থিরতা কেন, সেটা বুঝি না। আপনি কেন এমন মিথ্যাচার করে যাচ্ছেন?”

নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন, “আমি একজন শিক্ষক। আমার নাম ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। শুনেছি, আপনার বাবাও শিক্ষক ছিলেন। কিছু শিক্ষকের বিশাল এক শক্তি থাকে, আর সেটার নাম সততা।”

সবশেষে তিনি যোগ করেন, “ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনার বা দক্ষিণপন্থীদের সস্তা হুমকি-ধামকিতে ভীত হবে না। যদিও আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াকে বক্তব্য দিইনি, তবুও দেখলাম—কিছু মিডিয়া আমার পদত্যাগপত্রের শেষ অংশ কোট করেছে।”

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫