আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে হামিম

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ PM
সহকারী প্রক্টরের সঙ্গে হামিমের কথা কাটাকাটি

সহকারী প্রক্টরের সঙ্গে হামিমের কথা কাটাকাটি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে উত্তেজনা দেখা ‍দিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভির বারী হামিমের।

এ সময় শিক্ষক পদত্যাগের হুমকি দিলে হামিম বলেন, ‘আপনি পদত্যাগ করলে আমার কি?’ কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরাও উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ঘটনাস্থলে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে।

তিনি আরও জানান, এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ শেষ হয়ে যেতে পারে। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫