কার্জন হল কেন্দ্রে দুই হলের ভোট দিলেন যত শিক্ষার্থী

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ PM
কার্জন হল কেন্দ্রে শিক্ষার্থীরা

কার্জন হল কেন্দ্রে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কার্জন হল কেন্দ্রে শহিদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত (দুপুর সাড়ে ১২টার) সাড়ে ৪ ঘণ্টায় শহিদুল্লাহ হল থেকে ৫৬ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের ৫৮ দশমিক ৫৭ শতাংশ ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে শহিদুল্লাহ হলে ৫৬.৩ শতাংশ, মুসলিম হলে ৫৮.৫৭ শতাংশ।

এদিকে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীরা দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছেন। এতে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি কৃত্রিম জটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রগুলোতে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ অন্যান্য কেন্দ্রের সামনে ভিড় করছেন প্রার্থীরা। তারা প্রার্থীদের হাতে লিফলেট দিয়ে দিচ্ছেন। নিজ দলীয় প্রার্থীদের তালিকাও তুলে দিচ্ছেন তারা। এতে কেন্দ্রগুলোর প্রবেশমুখে ভিড় জমা হওয়ায় শিক্ষার্থীরা সহজে প্রবেশ করতে পারছেন না। 

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো যাবে না। তাছাড়া ৭ সেপ্টেম্বর থেকেই সকল ধরনের প্রচারণা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। 

এ বিষয়ে প্রতিবাদ করতে ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রবেশমুখে অভিযোগ জানাতে আসেন। এ সময় ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রার্থীরা তার দিকে তেড়ে আসেন এবং ‘মবস্টার’ বলে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেছেন তিনি। 

তিনি বলেন, ‘ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করে ডাকসুর ফুল প্যানেলের লিস্ট ধরিয়ে দিচ্ছে। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় আমি এটার প্রতিবাদ করতে গেলে তারা আমার সাথে বাগবিতণ্ডায় জড়ায়।’

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫