ডাকসু নির্বাচন

একজন পোলিং এজেন্টের পুরো কেন্দ্রের দায়িত্ব পালন করা কঠিন: ছাত্রদল সভাপতি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ AM
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি সম্পাদিত

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি ভালো। তবে কেন্দ্রে পোলিং এজেন্টের সংখ্যা কম। প্রতিটি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট রয়েছে। একজন পোলিং এজেন্টের পক্ষে পুরো কেন্দ্রের দায়িত্ব পালন করা কঠিন।’ আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস ধরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এর মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ের নির্বাচনও সুস্থ ধারায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে।

আরও পড়ুন: ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।  

১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫