চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাবিতে প্রতিবাদ

৩১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
মানবনন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা

মানবনন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে মানবনন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগষ্ট) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘আমরা দেখেছি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে আমরা পুলিশ বাহিনী ও সেনাবাহিনীকে নির্বিকার ভূমিকা পালন করতে দেখেছি। আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোন ধরনের তৎপরতা চালাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন এই শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। অন্যদিকে আমরা দেখেছি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত তো দূরে থাক এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।’

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তি দেওয়া না হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ স্বরূপ লং মার্চ টু চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিবে।’

পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘যখন শিক্ষার্থীদের ন্যায্য দাবি ছাত্র সংসদের নির্বাচন বিভিন্ন ক্যাম্পাসে আসন্ন ঠিক তার পূর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা হচ্ছে। গত কয়েক দিনে যেসব হামলার ঘটনা ঘটেছে এতে এই প্রমশাসন নিশ্চুপ ভুমিকা পালন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা থামবো না।’

বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ঢাকায় জরুরি তলব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫