ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

১৪ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM
মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন

মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে নারী ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল হলের ভোটকেন্দ্রে টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনন্সিটি‌উট এবং রোকেয়া হল ও শামসুজ্জামান হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্রে স্থাপনের দাবি করেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের যে পাঁচটি ডাকসু ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তা হল থেকে দূরে। এতে অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সাথে মিলে পরিকল্পনা করে এমনটা করেছে।

তিনি বলেন, টিএসসির মতো ছোট জায়গায় চৌদ্দ হাজারের বেশি ভোট কাস্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এখানে এখানে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করতে চাচ্ছে ।একদল চাচ্ছে না নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এসময় তিনি প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ছাত্ররাজনীতি করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। ছাত্র রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কল্যাণে তাদের সেন্টিমেন্ট বুঝে করতে হবে। যদি আমরা আমূল পরিবর্তন চাই,তাহলে শিক্ষার্থীদের দাবি মাথায় রেখে ছাত্র রাজনীতি করা জরুরি।

বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ঢাকায় জরুরি তলব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫