শুক্রবার পৃথিবী থেকে দেখা যাবে থ্রি আই

০৩ অক্টোবর ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১১:১০ AM
থ্রি-আই অথবা অ্যাটলাস

থ্রি-আই অথবা অ্যাটলাস © সংগৃহীত

বিজ্ঞানীরা থ্রি আই অথবা অ্যাটলাস ধূমকেতু প্রথম দেখেছিলেন এ বছর জুলাই মাসে। পৃথিবী যে সৌরমণ্ডলে রয়েছে, তাতে ঢুকে পড়েছে এ ধূমকেতু। এটি ক্রমে ক্রমে সব গ্রহকে ঘুরছে। ঘুরতে ঘুরতে এটি মঙ্গলের খুব কাছে চলে এসেছে। বিজ্ঞানীদের মতে, শুক্রবার মঙ্গলের খুব কাছে আসবে এটি। ফলে শুক্রবার পৃথিবী থেকে খুব ভালোভাবেই এ ধূমকেতু দেখার সম্ভাবনা রয়েছে।

অ্যাটলাস একটি আন্তরনাক্ষত্রিক (interstellar) ধূমকেতু, অর্থাৎ আমাদের সৌরজগৎ ছাড়িয়ে অন্য কোনো নক্ষত্র-জগৎ থেকে এসেছে। এর বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি। বিজ্ঞানীদের ধারণা, এটি কোনো ছায়াপথ থেকে থেকে ছিটকে বেড়িয়ে ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়েছে। 

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানান, শুক্রবার ‘৩আই/অ্যাটলাস’ ধূমকেতুটি থাকবে মঙ্গল গ্রহ থেকে মাত্র তিন কোটি কিলোমিটার দূরে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই হিসেবে শুক্রবার এ ধূমকেতু পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে থাকবে।

আরও পড়ুন : ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অপব্যবহারের অভিযোগ, পাশে দাঁড়াল দূতাবাস

এটি সূর্য থেকে ১১ ডিগ্রি কৌণিক দূরত্বে রয়েছে, তাই সূর্য ডুবলেও এটিকে ভাল দেখা যাবে। কিন্তু এই ধূমকেতু যদি সূর্যের নিকটে চলে যায়,তবে আর এটিকে পৃথিবী থেকে দেখা যাবে না। সূর্যের রশ্মিতে ঢাকা পড়ে যাবে।    

ধূমকেতুটি সৌরমণ্ডলের মধ্যে দিয়ে যেতে যেতে সূর্যের খুব নিকটে অবস্থান করবে ২৯ অক্টোবর। পৃথিবী সূর্যের যেদিকে রয়েছে, ৩১ অক্টোবর তার উল্টোদিকে অবস্থান করবে এটি। তবে পৃথিবী থেকে এটিকে খুব বেশি দিন দেখা যাবে না। ১৯ ডিসেম্বর আবার পৃথিবী থেকে প্রায় ২৭ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে ধূমকেতুটি। তারপর এ সৌরমণ্ডল থেকে ক্রমেই বেরিয়ে যাবে এ বলে জানা গেছে। ফলে বিজ্ঞানীদের মতে, শুক্রবারই পৃথিবী থেকে সবচেয়ে ভালো দেখা যেতে পারে থ্রি আই বা অ্যাটলাস নামক এ ধূমকেতুকে। তবে আকাশ পরিষ্কার থাকবে কিনা তা নিয়ে রয়েছে কিঞ্চিৎ শঙ্কা।

সূত্র : আনন্দবাজার 

 

‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫