অ্যান্ড্রয়েড কম্পিউটার ও ল্যাপটপ আনছে গুগল © সংগৃহীত
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পর এবার অ্যান্ড্রয়েড কম্পিউটার ও ল্যাপটপ আনার কথা ভাবছে গুগল। সম্প্রতি হাওয়াইতে অনুষ্ঠিত ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০২৫’ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এ ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। একে উদ্ভাবনী পণ্যের তালিকায় রাখার পরিকল্পনা রয়েছে মার্কিন টেক জায়ান্টটির।
গুগলের ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ জানান, এতদিন স্মার্টফোন ও কম্পিউটারের জন্য আলাদা আলাদা সিস্টেম তৈরি করা হলেও বর্তমানে গুগল ও কোয়ালকম মিলে একই প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছে। এটি স্মার্টফোন ও ডেস্কটপ কম্পিউটারের জন্যও প্রযোজ্য হবে ।
কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমন বলেন, এটি মোবাইল ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করবে। তিনি নিজেও এটি ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন : রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম
সামীর জানিয়েছেন, সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমের পরিধি বাড়ানোর জন্য কৃত্রিম মেধা বা এআইকে (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সম্পৃক্ত করতে চাইছে গুগ্ল। ফলে অ্যান্ড্রয়েড ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। তারা তাদের পূর্ণাঙ্গ এআই সক্ষমতা কাজে লাগাচ্ছে, যেন অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া