চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে কারিগরি শিক্ষার প্রসারে আউটরিচ ক্যাম্পেইন

১১ নভেম্বর ২০২৫, ১০:৩৫ PM
আউটরিচ ক্যাম্পেইন

আউটরিচ ক্যাম্পেইন © টিডিসি ফটো

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’- এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসার ও ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন এসময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আউটরিচ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫