কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের বিশেষ নির্দেশনা

০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে বছরব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি পালনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। 

বোর্ডের সচিব (উপসচিব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তারুণ্যের উৎসব-২০২৫ এর সফলতার ধারাবাহিকতায় বছরব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের বিষয়ে কর্মসূচি গ্রহণ করেছে।

এর  আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যে ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, কারিগরি শিক্ষা সংক্রান্ত সচেতনতা সৃষ্টি ও তারুণ্যের উদ্বুদ্ধকরণ শীর্ষক র‍্যালী, আলোচনা সভা বা সেমিনার আয়োজন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি প্রশাসনের গাফিলতিতে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, শিক্ষার্থীদের প্রতিবাদ

পাশাপাশি তারুণ্যের মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ, প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতি টেকনোলজির ১০ জন উৎসাহী শিক্ষার্থীকে স্কিল চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। গৃহীত কার্যক্রমের মাসিক অগ্রগতি (প্রমাণকসহ) secretary@bteb.gov.bd ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছে কারিগরি বোর্ড।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫