ককশিটের বিমান বানিয়ে আকাশে উড়াল যুবক অনুকূল

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ AM
ককশিটের বিমান

ককশিটের বিমান © সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত গ্রাম গোয়ালপাড়ায় জন্ম নেওয়া অনুকূল রায় (১৬) দারিদ্র্যের কাছে হার মানেনি। অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে নিজের হাতে তৈরি করেছে বিমান। ‘দ্যা রয়েল স্কাই–১১০’ নামের বিমানটি সম্প্রতি প্রথমবার আকাশে উড়তেই চারপাশে সৃষ্টি করেছে ব্যাপক সাড়া।

শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি ঝোঁক ছিল অনুকূলের। আর্থিক সীমাবদ্ধতা তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ালেও বাবা রণজিৎ রায়ের উৎসাহে থেমে থাকেনি সে। প্রায় ৩০ হাজার টাকা খরচ করে বাবার সহযোগিতায় তৈরি করেছে এই বিমান।কর্কশিট দিয়ে তৈরি কাঠামোতে ব্যবহার করা হয়েছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রপেলার, বিএলডিসি মোটর, স্পিড কন্ট্রোলার, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো বিমান নিয়ন্ত্রণ করা যায়।

অনুকূল জানায়, বিমান তৈরির পথে নানা প্রতিবন্ধকতা এসেছে। তবে পরিবারের পাশে থাকায় সে সফল হয়েছে। তার ভাষায় 'সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় কিছু করতে চাই।' এর আগে ২০২৩ সালে সে একটি রোবটও তৈরি করেছিল। চলতি বছর সে আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।তার বাবা রণজিৎ রায় বলেন, 'সামর্থ্য সীমিত হলেও ছেলের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছি। অনুকূলের সাফল্যে এলাকার মানুষও গর্বিত।'

গ্রামবাসীরা বলছেন, অনুকূলের এই উদ্ভাবন শুধু তার পরিবার নয়, পুরো এলাকার সম্মানের প্রতীক। তাদের বিশ্বাস, ভবিষ্যতে এই কিশোরের হাত ধরেই আরও বড় সাফল্য আসবে, যা দেশেরও গর্ব বাড়াবে।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫