কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী ফারিয়া বাশার

১৫ মে ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
ফারিয়া বাশার

ফারিয়া বাশার © ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশের তরুণ লেখক ফারিয়া বাশার কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের মধ্যে বিজয়ী হয়েছেন। ২০২৫ সালের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ-এর পাঁচজন আঞ্চলিক বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন তিনি। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি লেখক এশিয়া অঞ্চলের বিজয়ী হলেন।

কমনওয়েলথ ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ছোটগল্প ক্যাটাগরিতে অন্যান্য অঞ্চলেরবিজয়ীরা হলেন: জোশুয়া লুবওয়ামা (উগান্ডা, আফ্রিকা অঞ্চল), চ্যানেল সাদারল্যান্ড (কানাডা/সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, কানাডা ও ইউরোপ অঞ্চল), সুবরাজ সিং (গায়ানা, ক্যারিবিয়ান অঞ্চল) ও ক্যাথলিন রিজওয়েল (অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর অঞ্চল)।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

জানা গেছে, ফারিয়া বাশার তার পরাবাস্তব গল্প ‘অ্যান আই অ্যান্ড আ লেগ’-এর জন্য এশিয়া অঞ্চলের সেরা ছোটগল্পকার হিসেবে জয়ী হয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে সাহিত্যচর্চা করেন। প্রথমবারের মতো পেলেন এই আন্তর্জাতিক স্বীকৃতি।

এ বছর রেকর্ড ৭ হাজার ৯২০ জন প্রতিযোগীর মধ্য থেকে পাঁচ অঞ্চলের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এই পাঁচজন আঞ্চলিক বিজয়ী এখন চূড়ান্ত পর্বের বিচার পর্যায়ে প্রতিযোগিতা করবেন। ২০২৫ সালের ২৫ জুন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সাহিত্য সাময়িকী গ্র্যান্টা-তে তাদের গল্প প্রকাশিত হবে।

কমনওয়েলথ ফাউন্ডেশনের তথ্যানুসারে, ফারিয়া বাশার বাঙালি বংশোদ্ভূত লেখক। জীবনের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন ফিলিপাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ব্যাচেলর ডিগ্রি ও নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫