জিএস আম্মারকে ৩০ মিনিটে ক্যাম্পাস ছাড়া করতে সক্ষম, বললেন রাবি ছাত্রদল নেতা

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ

সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ সম্পাদক (জিএস) সালাহ উদ্দীন আম্মারকে ‘ফুটেজখোর’ বলে আখ্যায়িত করেছেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। রাবি ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ‘ফুটেজখোর’ আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সোহাগ বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই আপনার মতো ফুটেজখোর সালাউদ্দিন আম্মারকে ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।

আরও পড়ুন: গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি ভিপি সাদিক কায়েমের

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষ্যে তিনি বাংলাদেশে ফিরছেন।

তিনি আরও বলেন, বিগত এক বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতাকর্মীর প্রতি ঘোষণা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে, তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করতে হবে।

মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিচ্ছেন না?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি: মুখ থুবড়ে পড়ে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫