জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন, নেতৃত্বে রুমন–বখতিয়ার

২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ AM
 সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফোটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে নাজিফা নিশাত নুহা সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আল-আমিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করার জন্য সাতক্ষীরা জেলা শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখা এবং শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫