হাদি হত্যাকাণ্ড

ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে মিছিল

২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ AM
ঢাবিতে মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ

ঢাবিতে মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং আসামীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এসময় তাদেরকে ‘লীগ ধর জেলে ভর’, ‘তুমি কে, আমি কে- হাদি, হাদি’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত অধ্যাপক তাজিন আফরোজ

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছে সেই প্রধান নির্বাচন কমিশনারকে ক্ষমা চাইতে হবে। আইন শৃঙ্খলার অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্সকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের নির্বাচনে অংশ গ্রহন বন্ধ করতে হবে। ওসমান হাদির খুনি ও জুলাইয়ের খুনিদের যতদিন না ফিরিয়ে দেয়া হয় ততদিন ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির জানাজা নামাজের আগে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে প্রধান উপদেষ্টাকে জানাজায় অংশগ্রহণ করতে দেব না।

 

 

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির আসনে প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ, কারণ জানালে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিচ্ছেন না?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি: মুখ থুবড়ে পড়ে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫