আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা

১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
মো. জিয়াউর রহমান খন্দকার

মো. জিয়াউর রহমান খন্দকার © সংগৃহীত

আর্থিকভাবে অসচ্ছল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার। অর্থ সংকটের কারণে ফরম ফিলাপ করতে না পারা ওই শিক্ষার্থীকে সোমবার (১০ নভেম্বর) রাতে এই আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

জানা যায়, ওই শিক্ষার্থী ঢাকা কলেজের সমাজবিজ্ঞান  বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতায় প্রয়োজনীয় অর্থের অভাবে ফরম ফিলাপ করতে  না পারায় ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন: দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার বাবা খুবেই অসুস্থ। বাবার অসুস্থর কারনে আমি আর্থিক সংকটে পড়ে যাই।  আর্থিক সংকট বেডে যাওয়ায় আমি ফরম ফিলাপ করতে সমস্যার সম্মুখীন হই। এই সময়ে আমার পাশে এসে দাঁড়ান ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার। তিনি আমাদের ছাত্র কল্যাণ সভাপতি কাছ থেকে আমার খবর পেয়ে আমার পাসে এসে দাড়ান। দুঃসময়ে পাশে  দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। 

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার বলেন, আগামীকাল  ১১ তারিখ (২০২২-২৩) সেশনের ফরম ফিলাপের লাস্ট ডেট। প্রয়োজনীয় অর্থের জন্য ওই শিক্ষার্থীর ফরম ফিলাপ করতে পারছিলেন না। চাঁদপুর জেলা ছাত্র কল্যাণের সভাপতি রিয়াদের কাছ থেকে আমি ঐ শিক্ষার্থীর খবর পাই।  পরিবারের আর্থিক দুরবস্থা এবং ওই শিক্ষার্থীর পিতা অসুস্থ্যের কথা শুনে তার ফরম ফিলাপের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করি। 

আমি মনে করি, এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ এবং এটা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানেরও শিক্ষা।

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই আমি ঢাকা কলেজ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫