খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৫ আগস্ট ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৪ PM
জবির কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের দোয়া মাহফিল

জবির কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের দোয়া মাহফিল © টিডিসি

বিনএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল পাঁচটায় আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করছি।’

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারন করেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাত ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারেন তিনি। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আপোষহীন বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’

 

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫