ক্লাসে টিকটক করায় তিন শিক্ষার্থী বহিষ্কার

০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ PM
হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়

হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং ১০১), শেরপুর গ্রামের আমির খানের ছেলে নাঈম খান (রোল নং ৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং ৬৪)।

‎বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময়ে ওই তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করে। বিষয়টি শিক্ষকদের নজরে এলে তদন্তের পর তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‎এ ঘটনায় বিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অনেকে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫