ইসলাম ধর্ম গ্রহণ করলেন পাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়জিত দাশ

১৩ অক্টোবর ২০২৫, ০৫:১৪ PM
প্রিয়জিত দাশ

প্রিয়জিত দাশ © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থী প্রিয়জিত দাশ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তার নতুন নাম হয়েছে মোহাম্মদ ওসমান ফারহান।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘তেরা মেরা রিশতা কেয়া? ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)’।

জানা গেছে, তিনি ২০২৪ সালের ৩১ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয়জিত দাশ ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

নিজের ধর্ম পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুরা তার নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানাতে থাকেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। অনেকেই তার সিদ্ধান্তকে অন্তরের শান্তির অন্বেষণ এবং ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছেন।

সহপাঠী এক শিক্ষার্থী বলেন, ‘প্রিয়জিত সব সময়ই শান্ত, ভদ্র ও মেধাবী একজন ছাত্র হিসেবে পরিচিত। তাঁর এই সিদ্ধান্ত সম্ভবত নিজের আত্মিক উপলব্ধি থেকেই এসেছে।’

এ বিষয়ে প্রিয়জিত দাশের (বর্তমানে মো. ওসমান ফারহান) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি স্বীকার করলেও আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫