যে ৮টি বিষয় ইসলামে গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে

১২ অক্টোবর ২০২৫, ০১:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে মানুষের প্রতিটি কাজের জন্য রয়েছে দিকনির্দেশনা। কী বলা উচিত, আবার কী না বলা উচিত সেটিও ইসলাম শিখিয়ে দিয়েছে। কুরআন ও হাদিসে এমন কিছু বিষয়ের কথা বলা হয়েছে, যেগুলো গোপন রাখা মুসলিমের জন্য কল্যাণকর ও ফজিলতপূর্ণ। এই গোপনীয়তা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয় বরং আত্মশুদ্ধি, নম্রতা ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যম।

নিচে এমন ৮টি বিষয় তুলে ধরা হলো, যেগুলো ইসলামে গোপন রাখার নির্দেশ রয়েছে:

নিজের ইমান ও আমল
আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কেমন, আপনি কী আমল করেন এটা অন্যদের দেখানোর বিষয় নয়। রিয়া বা লোক দেখানো ইবাদত ইসলামে কঠিনভাবে নিষেধ। হাদিসে আছে, যে লোক লোক দেখানোর জন্য ইবাদত করে, সে শিরক করেছে। (মুসলিম)

সদকা ও দান
ইসলাম দানকে উৎসাহিত করেছে, তবে সেটা যেন লোক দেখানো না হয়। গোপনে দান করা উত্তম এবং এতে দোয়ার কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। কুরআনে আছে যদি গোপনে দান করো, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।  (সূরা বাকারা ২: ২৭১)

নিজের দুঃখ ও বিপদ
সব দুঃখ-কষ্ট সবার সঙ্গে শেয়ার করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। কিছু কষ্ট শুধু আল্লাহর কাছেই বলা উত্তম। এতে মন হালকা হয় এবং কষ্টে ধৈর্য ধরে থাকা যায়। কুরআনে আছে: নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা বাকারা ২:১৫৩)

পরিবারের গোপন কথা
স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক বা অন্তরঙ্গ মুহূর্তের বিবরণ অন্যদের সঙ্গে শেয়ার করা হারাম। এটি বড় ধরনের গুনাহর কাজ। হাদিসে আছে, সবচেয়ে খারাপ ব্যক্তি সেই, যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে তা লোকদের সামনে বলে বেড়ায়। (মুসলিম)

পরিকল্পনা বা ভবিষ্যৎ উদ্যোগ
কোনও ভালো কাজের পরিকল্পনা করছেন? ইসলামের নির্দেশ, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখুন। এতে শয়তানি বা হিংস্র মনোভাব থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসে বলা হয়েছে, তোমরা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তা গোপন রাখো, কারণ প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে। (তাবারানি)

অপরের দোষ বা গোপনীয়তা
কারও ব্যক্তিগত গোপন তথ্য জানলে তা চাউর না করে গোপন রাখার নির্দেশ রয়েছে। এটি সামাজিক শান্তি বজায় রাখে। হাদিসে আছে, যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। (মুসলিম)

ক্ষমা করার বিষয়
আপনি কাউকে ক্ষমা করে দিলে, সেটিকে প্রকাশ না করে নিঃস্বার্থভাবে করলে সওয়াব বেশি। এতে বিনয় প্রকাশ পায়।

ইসলাম শুধু মুখের কথা নয়, আচরণের ধর্ম। একজন প্রকৃত মুসলিম নিজের মুখ, অন্তর এবং আচরণে সংযত থাকেন। গোপনীয়তা বজায় রাখা সেই সংযমেরই একটি গুরুত্বপূর্ণ দিক। এই ৮টি বিষয়ের গোপনীয়তা কেবল আমাদের ব্যক্তি জীবনে শুদ্ধতা আনে না, বরং সামাজিক ও পারিবারিক শান্তিও নিশ্চিত করে।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫