রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত, বাংলাদেশে কবে?

০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৯ PM
রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত © ফাইল ফটো

পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এমনটাই জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, আমরা এখন রমজান মাস থেকে ১৩৯ দিন দূরে অবস্থান করছি। সেই হিসেবে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজান মাসের শুরু নির্ভর করবে নতুন চাঁদের দেখা পাওয়ার ওপর। আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী নতুন চাঁদ উদিত হবে। তবে চাঁদটি সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই অস্ত যাবে বলে ঐ দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। সে কারণে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী রমজানের প্রথম দিন নির্ধারিত হবে ১৯ ফেব্রুয়ারি।

আবুধাবিতে রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, পরে মাসের শেষে বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনের আলো শুরুতে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট এবং ধীরে ধীরে তা বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাসের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শেষ দিকে এটি বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিবর্তনের পেছনে থাকবে উত্তরের শীতকালীন বাতাস ও রমজানের শেষ ভাগে শুরু হওয়া বসন্তকালীন পশ্চিমা হাওয়া।

আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে আরও বলা হয়, পুরো রমজান মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, যা অঞ্চলটির মৌসুমি গড় বৃষ্টিপাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫