ওসমান হাদিকে গুলি

রাতে হল থেকে বেরিয়ে জবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

১২ ডিসেম্বর ২০২৫, ১১:০০ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ PM
বাহাদুর শাহ পার্ক এলাকায় বিশ্বজিৎ চত্ত্বরে এসে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা

বাহাদুর শাহ পার্ক এলাকায় বিশ্বজিৎ চত্ত্বরে এসে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা © টিডিসি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিশ্বজিৎ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'উই ওয়ান্ট জাস্টিস', 'তুমি কে? আমি কে?' ওসমান হাদি ওসমান হাদি', 'সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও'সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন, ওসমান ওপর যে গুলি হল এই হামলার বিচার হবে কিনা জানিনা। আমরা চাই এর একটা তদন্ত হোক, বিচার হোক। আমাদের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমরা এই জায়গায় এক। এই হামলা তো আমার ওপরেও হতে পারতো।

এ সময় জান্নাতুল উর্মি তারিন নামে প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জোবায়েদ ভাইয়ের পর হাদি ভাই হামলার শিকার হল। আমরা চাই বিশেষ ট্রাইবুনাল গঠন করে হাদি ভাইয়ের উপর হামলাকারীর বিচার হোক।

এছাড়া ফারজানা আক্তার টুম্পা নামে আরেক শিক্ষার্থী বলেন, হাদী ভাইয়ের উপর যে হামলা হয়েছে এর নিন্দা জানাই। তিনি ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ। আমরা এরকম অস্থিতিশীল দেশ চাই না। আমরা নিরাপত্তা চাই।

বিক্ষোভ সমাবেশে জবি ছাত্রী হলের প্রায় অর্ধশতাধিক নারী শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫