নজরুল বিশ্ববিদ্যালয়

মিনিবার ফুটবলে চ্যাম্পিয়ন কলা অনুষদের ছাত্রী ও ছাত্রদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ দল

০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল প্রতিযোগিতায় ছাত্রদের আন্তঃবিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল প্রতিযোগিতায় ছাত্রদের আন্তঃবিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্তঃবিভাগ এবং ছাত্রীদের আন্তঃঅনুষদ মিনিবার ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ এবং কলা অনুষদ। রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন মিনিবার ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে মেয়েদের আন্তঃঅনুষদ প্রতিযোগিতায় কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। এরপর ফলাফল নির্ধারণে পেনাল্টিতে কলা অনুষদের শিক্ষার্থী সাদিয়ার একমাত্র গোলে ১-০ গোলে ব্যবধানে চ্যাম্পিয়ন হয় কলা অনুষদ।

অন্যদিকে ছেলেদের আন্তঃবিভাগ প্রতিযোগিতাতেও আক্রমণ পাল্টা আক্রমণে ফল আসেনি নির্ধারিত সময়ে। এরপর পেনাল্টিতে ২-১ ব্যবধানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (ছাত্র এবং ছাত্রী)- মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনিক চন্দ্র কর (৪ গোল) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী পাপিয়া (১ গোল)।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।  তিনি বলেন, কেন্দ্রীয় মাঠ সংস্কার হলে লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা আরো খেলাধুলার সুযোগ পাবে। প্রকৌশল দপ্তরের সাথে কথা বলেছি, কেন্দ্রীয় মাঠের পাশে ভলিবল, ব্যাডমিন্টনের আলাদা মাঠ বানানো হচ্ছে, সেখানেও প্রাথমিক কাজ শেষ। সফল টুর্নামেন্ট সমাপ্তিতে যে যার জায়গা থেকে কাজ করেছে সকলকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান, মিনিবার ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের আসরে ছেলেদের আন্তঃবিভাগে ২৫টি এবং মেয়েদের আন্তঃঅনুষদ প্রতিযোগিতায় ৫টি দল অংশ নেয়।

TDC (3)
নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল প্রতিযোগিতায় ছাত্রীদের
আন্তঃঅনুষদে চ্যাম্পিয়ন হয়েছে কলা অনুষদ  

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫