জকসুতে জিএস পদে লড়বেন বাঁধনের সভাপতি মাবুদা

১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৫ PM
নির্বাচন কমিশনার থেকে মনোনয়ন নিচ্ছেন মাবুদা

নির্বাচন কমিশনার থেকে মনোনয়ন নিচ্ছেন মাবুদা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধনের সভাপতি মোসা. উম্মে মাবুদা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাবুদা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মনোনয়ন নেওয়ার পরে মাবুদা বলেন, প্যানেলভিত্তিক রাজনীতি আমি পছন্দ করি না, কারণ সেখানে ব্যক্তিগত মতামতের চেয়ে দলীয় স্বার্থই মুখ্য। ছাত্র সংসদ হওয়া উচিত স্বাধীন মত প্রকাশের জায়গা, রাজনৈতিক এজেন্ডার বাহক নয়। শিক্ষার্থীদের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে চাই- তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

জকসু নির্বাচনের অনুপ্রেরণার কথা জানিয়ে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে দেখেছি- প্রার্থীরা পজিটিভভাবে প্রচারণা চালায়, পেপার বিলায়, ভোট চায়; পুরো ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর, ঈদের মতো আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সেই দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই আমি জকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আমি বেশ কিছু সংগঠনে নেতৃত্ব দিয়েছি। বর্তমানে ‘বাঁধন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং বিএনসিসিতে আমি সার্জেন্ট ছিলাম। এসব অভিজ্ঞতা আমাকে নেতৃত্বের ভিত গড়ে দিয়েছে- স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং একটি টিমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সক্ষমতা সেখান থেকেই তৈরি হয়েছে।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫