জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ফলাফল প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা ৬টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছিল বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রকাশিত এ পরীক্ষায় সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা http://result.nu.ac.bd-http://result.nu.ac.bd-এ প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজেদের ফলাফল জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফলে ত্রুটি থাকলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।