জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল  ৪টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,২৭০ টাকা, যা নির্ধারিত কলেজে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা: ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ডিগ্রি (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ অথবা প্রথাগত পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর থাকতে হবে।

আবেদনকারীদের অবশ্যই আবেদন ফরমে সঠিক তথ্য প্রদান করতে হবে এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি (jpg, সর্বোচ্চ ৫০KB) আপলোড করতে হবে। ভুল তথ্য বা ছবি দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এছাড়া, প্রতিটি নির্বাচিত কলেজে সর্বোচ্চ ১,০০০ জন প্রার্থী আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হলে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সময়মতো শেষ করার জন্য কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। 

শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫