শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো
রাজধানীর সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে এবং ইউজিসিতে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ সময় মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে সিন্ডিকেট মানি না, মানবো না’, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’এমন নানা স্লোগানে মুখর করে তোলে কলেজ চত্বর।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজের শিক্ষকরা বুধবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়ে কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষার দাবি তুলেছেন, এটি তাদের মতে শিক্ষা ব্যবস্থাকে পূর্বের বৈষম্যমূলক কাঠামোতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা। তাদের বক্তব্য, শিক্ষার্থীদের স্বার্থকে উপেক্ষা করে শিক্ষকরা নিজেদের সুবিধার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
এর আগে সকাল থেকেই ইউজিসির সামনে সাত কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ইউজিসিতে জমা দেওয়া লিখিত দাবিপত্রে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা সেশনজট, পরীক্ষা বিলম্ব, ভর্তি জটিলতা ও ফল প্রকাশে অনিয়মের মতো নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থেই সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রেখে আলাদা কাঠামো গড়ে তোলা জরুরি বলে মনে করেন শিক্ষকরা।