দেশজুড়ে সহিংসতা ও গুম-হত্যার ঘটনায় উদ্বেগ ইউট্যাব পবিপ্রবি ইউনিটের

১৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ইউট্যাব ও পবিপ্রবির লোগো

ইউট্যাব ও পবিপ্রবির লোগো © সংগৃহীত

সম্প্রতি রাজনৈতিক সহিংসতা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। ১৩ জুলাই (রবিবার) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৫ জুলাই রাজধানী ঢাকায় বিএনপির এক শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতা-কর্মী আহত হন। এর পরপরই বরিশালে বিএনপি নেতা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ইউট্যাব নেতারা একে পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে বলেন, এসব ঘটনা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, বিচার চাই, প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা বিশ্বাস করি, দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

ইউট্যাব পবিপ্রবি ইউনিট গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়নের অবসান এবং দেশের সব রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের এই সংগঠনটি সার্বিকভাবে গঠনতান্ত্রিক আন্দোলনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে।

খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫