‘পে কমিশন বছরের কাজ এক সপ্তাহে করে ফেলবে’

২৪ নভেম্বর ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৫৯ AM
পে কমিশন

পে কমিশন © টিডিসি ফটো

পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মচারীরা এমন কর্মসূচিতে যাবে, তখন কমিশন বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে। রবিবার (২৩ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

তিনি বলেন, কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে। কমিশন ইচ্ছে করলেই ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেধে দেয়া সময়ের মধ্যে জমা দেয়া উচিত।

বাদিউল কবির বলেন, আমরা এমন একটা কর্মসূচি বা হার্ডলাইনে যাবো তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দৌড়ঝাপ শুরু করবে। আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হ্যাসেলে পড়ে যান।

কর্মচারী এই নেতা বলেন, কমিশন ব্যাখ্যার জন্য সময় নিতে পারে। কিন্তু রিপোর্ট তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে। এর বাইরে আমরা কোন প্রকার কথা শুনবো না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন শট ডাউন কর্মসূচী আসবে, যখন সব রেল লাইন, পানিপথ বন্ধ হবে। তখন কোনও উপায় থাকবে না। তখন কমিশন আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে, সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে। তারা তাদের অবস্থান থেকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করেননি।

আরও পড়ুন: সচিবদের সঙ্গে বসছে পে কমিশন, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

এদিকে কমিশনের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, নতুন পে স্কেলের জন্য সুপারিশের খসড়া তৈরির কাজ করছে কমিশন। এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেয়া হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণের পর নতুন কাঠামো কেমন হতে পারে এবং কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যেতে পারে সার্বিক বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া নতুন পে স্কেলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত নেয়া হবে বলেও জানা গেছে।

এদিকে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের বৈঠকে বসছেন পে কমিশনের সদস্যরা।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান।

‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫