তথ্য পেশাজীবীদের সম্প্রদায়কেন্দ্রিক ভূমিকা তুলে ধরলেন এমিলি ড্রাবিনস্কি

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ PM
প্রচলিত তথ্য সেবার সীমা ছাড়িয়ে: তথ্য পেশাজীবীদের সম্প্রদায়কেন্দ্রিক ভূমিকা তুলে ধরলেন এমিলি ড্রাবিনস্কি

প্রচলিত তথ্য সেবার সীমা ছাড়িয়ে: তথ্য পেশাজীবীদের সম্প্রদায়কেন্দ্রিক ভূমিকা তুলে ধরলেন এমিলি ড্রাবিনস্কি © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)-এর তথ্য অধ্যয়ন বিভাগ আয়োজিত ‘Information Profession at a Crossroads: Future Prospects’ শীর্ষক সেমিনার বুধবার (১০ ডিসেম্বর) এস. এম. নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও তথ্য পেশাজীবীরা অংশ নিয়ে দ্রুতগতির প্রযুক্তিগত পরিবর্তনের যুগে তথ্য পেশার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কুইন্স কলেজ, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (CUNY)-এর স্কুল অব ইনফরমেশন স্টাডিজ-এর চেয়ার প্রফেসর এমিলি ড্রাবিনস্কি। তিনি তথ্য পেশার বৈশ্বিক প্রবণতা, নতুন পেশাগত চ্যালেঞ্জ ও ডিজিটাল যুগে তথ্য পেশাজীবীদের সম্প্রদায়কেন্দ্রিক ভূমিকা নিয়ে প্রজ্ঞাময় বক্তব্য রাখেন।

সেমিনারের শুরুতে বিভাগীয় চেয়ারপার্সন প্রফেসর ড. দিলারা বেগম স্বাগত বক্তব্য দেন। তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে তথ্য অধ্যয়ন বিভাগের একাডেমিক উৎকর্ষ ও তথ্য-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা প্রফেসর ড্রাবিনস্কির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ভূমিকা, তথ্য প্রতিষ্ঠানে AI সংযোজনের নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ, এবং উদীয়মান পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে তথ্য পেশাজীবীদের সক্ষমতা নিয়ে আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামস রহমান সেমিনারের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রচলিত ধারা ছাড়িয়ে নতুন চিন্তা ও নেতৃত্বে নিজেদের গড়ে তুলতে হবে। তথ্যের কৌশলগত ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তথ্য পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রফেসর ড্রাবিনস্কির বাংলাদেশ সফর চলবে ৯–১৫ ডিসেম্বর পর্যন্ত। সফরকালে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লাইব্রেরি পরিদর্শন, অতিথি বক্তৃতা ও কর্মশালায় অংশ নেবেন। এসব কার্যক্রম আন্তর্জাতিক গবেষকদের সাথে বাংলাদেশের তথ্য পেশাজীবীদের সহযোগিতা আরও গভীর করবে এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (LIS) ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনাকে সমৃদ্ধ করবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আখতার হোসেনকে আসন ছাড়লেন রংপুর মহানগর জামায়াতের আমির
  • ২৯ ডিসেম্বর ২০২৫