বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার

২৩ নভেম্বর ২০২৫, ০১:২৬ PM
বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের  বাংলা নাট্যরূপ মঞ্চস্থ

বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ © সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ছোটগল্প সুলতানা’স ড্রিম এর বাংলা নাট্যরূপ সুলতানার স্বপ্ন মঞ্চস্থ করেছে আইইউবি থিয়েটার। বুধবার (১৯ নভেম্বর) নাটকটি মঞ্চায়িত হয়। এটি ছিল দলটির ২৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল।

গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে ভারতের মাদ্রাজের (বর্তমান চেন্নাই) দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে। বেগম রোকেয়া এখানে ‘লেডিল্যান্ড’ নামে এক কল্পিত সমাজের মাধ্যমে নারী-সমতার ভাবনা তুলে ধরেছিলেন।

মঞ্চায়নে বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন কিরণ সরকার জুঁই। তিনি বলেছেন, কয়েক মাস ধরে পুরো দল অভিনয়, আলো, মঞ্চ, শব্দ ও পোশাকসহ সবকিছু নিয়ে একসঙ্গে কাজ করেছে। কাজ করতে গিয়ে রোকেয়ার স্বপ্নের দুনিয়া আজকের সময়েও কেন গুরুত্বপূর্ণ, তা নতুন করে বুঝতে হয়েছে। তিনি বলেন, এই গল্প শুধু নাটক নয়, সমতার ধারণাকে নতুনভাবে দেখার সুযোগ।

আইইউবি থিয়েটারের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও গণমাধ্যম বিভাগের প্রভাষক মমতাজ পারভীন মুমু বলেছেন, ছোটগল্পকে নাটকে রূপ দেয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিখিত বর্ণনাকে দৃশ্য ও সংলাপে রূপ দেয়া। সময় সীমাবদ্ধতার কারণে কিছু চরিত্র ও ঘটনা সংক্ষিপ্ত করতে হয়েছে। স্বপ্নময় পরিবেশ ফুটিয়ে তুলতে আলো, সেট ও শব্দের সমন্বয়ে আলাদা মনোযোগ দিতে হয়েছে। তিনি মনে করেন, মূল রচনার সারাংশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ম তামিম বলেছেন, শিক্ষার অধিকার, নারীর ক্ষমতায়ন ও সমাজ কাঠামো নিয়ে বেগম রোকেয়া যে প্রশ্ন তুলেছিলেন, এখনো তা সমানভাবে প্রাসঙ্গিক। গল্পটিকে আলোচনায় ফিরিয়ে আনতে এ মঞ্চায়ন ভূমিকা রাখবে। তিনি আইইউবি থিয়েটার দলকে অভিনন্দন জানিয়েছেন।

নাটক উপভোগ করতে আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, কোষাধ্যক্ষ খন্দকার ইফতেখার হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার কয়েকজন বাসিন্দাসহ বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরাও নাটকটি দেখতে এসেছিলেন।

অভিনয়ে অংশ নিয়েছেন সাদিয়া আফরিন অর্না, সুমাইয়া ইমা, ফারজানা আক্তার, সুনিতা সাহা, সানজিদা মাহাবুব কাব্য, জয় সাহা, রিশাদ হাসান প্রমিত, তাহমিদ তামজিদ আজান সিকদার, রিফাত হাসান, হাসিবুর রহমান হাসিব, আহমেদ ইয়াশফিন সামি, নূরে মুক্তাদির আজমীর, আফরিনা রহমান, নুজহাত তাবাসসুম, কাফিনূর আজিজ বর্ণ, রকিবুল হাসান রানা, মেহেদী হাসান আকাশ, তৌহিদুল ইসলাম, সৌহার্দ্য পাল, মাইশা রহমান, তাবাসসুম, ইভা, নুসরাত এবং এস এম সাকিল আমিন।

নেপথ্য কাজের দায়িত্বে ছিলেন তৌহিদুল ইসলাম (সহ–নির্দেশনা), রিশাদ হাসান প্রমিত (প্রযোজনা দায়িত্ব), আজমাল মাহির (সহ-প্রযোজনা দায়িত্ব, প্রপস), সৌহার্দ্য পাল (আলোক নির্দেশনা), নুজহাত তাবাসসুম (সহ-প্রযোজনা দায়িত্ব, পোস্টার, মুখোশ ও পোশাক পরিকল্পনা), শুভাশিস দত্ত তন্ময় (রূপসজ্জা), অর্নব, এস এম শাকিল আমিন ও মেহেদী হাসান আকাশ (সঙ্গীত), তাহমিদ তামজিদ আজান সিকদার (সেট) এবং সাদিয়া আফরিন অর্ণা (নৃত্য বিন্যাস)।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫