বিইউএফটি’তে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM
‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনালে

‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনালে © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনাল ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। 

এতে সম্মানিত অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও প্রশিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ, ডিজিটাল ক্রিয়েটর ও লেখক সাদমান সাদিক এবং কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়। 

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম, প্রথম রানার আপ ও ২য় রানার আপ এর পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিমা বিনতে ইসলাম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ আহসান হাবিব বাবু। 

প্রতিযোগিতার প্রথম দুই রাউন্ড শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা ১০ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং চিন্তাশক্তি উপস্থাপন করেন।

জকসু নির্বাচন আটকে দেন শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ঢাকায় জরুরি তলব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫