ইউআইইউ ইকোন ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM
দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়

দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত ‘ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫’ শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চিফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। 

ইকন ফেস্ট ২০২৫-এর প্রথম অধিবেশনে ইউআইইউ অর্থনীতি বিভাগের ওপর একটি উপস্থাপনা এবং শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিশিষ্ট অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অধিবেশনটি শেষ হয়।

দ্বিতীয় অধিবেশনে ছাত্রীদের জন্য বালিশ পাসিং ও ছেলেদের জন্য একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে দিনটিকে সত্যিই স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানটির স্পনসর হিসেবে ছিল ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এবং বিশেষ সহায়তায় ছিল ট্রাইব স্পোর্টস অ্যান্ড অ্যাপারেল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ ও সাংবাদিকরাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫