বিইউএফটিতে জুলাই শহীদ সেলিম তালুকদার স্মরণে বিশেষ আয়োজন © সংগৃহীত
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র (বিইউএফটি) অ্যালামনাই ও জুলাই আন্দোলনের সাহসী বীর শহিদ মো. সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ সেলিম তালুকদারের বাবা মো. সুলতান তালুকদার। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা সদ্য উদ্বোধিত শহীদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নবনির্মিত ‘শহীদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি’ উদ্বোধন করেন এবং তা।র জীবন, সংগ্রাম ও জুলাই আন্দোলনের তাৎপর্যপূর্ণ মুহূর্ত নিয়ে আয়োজিত ফটো প্রদর্শনী ঘুরে দেখেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে জুলাই আন্দোলনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।