তারেক রহমান © সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) অনুমোদন দিয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন মল্লিক বলেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
এর আগে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে আবেদন করেন ইসিতে। তারেক রহমানের পাশাপাশি তার একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও প্রথমবারের মতো ভোটার হয়েছেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার সিরিয়াল নম্বর ৮১২৪ এবং তার ভোটার নম্বর ২৬১১০৭০২৭৯৭১।