আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি

  • বিকেলে যুগপৎ আন্দোলনের আট দলের জরুরি সংবাদ সম্মেলন

 

 

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
আট দলের লোগো

আট দলের লোগো © সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে টানা দুই দিন ধরে চলা ব্যাপক আলোচনা ও দরকষাকষির পর অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে দলগুলো।

যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে একটি যৌথ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আসন সমঝোতাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এ বিষয়ে আরও জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের জোটে নতুন করে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দলগুলো হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

তিনি জানান, নতুন তিনটি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতার কাঠামোতেও পরিবর্তন এসেছে। পূর্বে এনসিপির জন্য যে ৩০টি আসনের কথা আলোচনায় ছিল, তা আর থাকছে না। সংশোধিত সমঝোতা অনুযায়ী, এনসিপি পেতে যাচ্ছে ২০ থেকে ২৫টি আসন। অন্যদিকে নতুনভাবে যুক্ত হওয়া এলডিপি ও এবি পার্টির জন্য বরাদ্দ থাকছে মোট পাঁচটি আসন।

জামায়াতের এক শীর্ষ নেতা জানান, সমঝোতার আওতায় আসন বণ্টন, আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক ঐক্যের রূপরেখা আজকের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫