তারেক রহমানকে সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিলেন হিরো আলম

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ PM
তারেক রহমান ও হিরো আলম

তারেক রহমান ও হিরো আলম © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।  

পোস্টে  হিরো আলম লেখেন, ‌‘ইনশাআল্লাহ এবারও আমি বগুড়া-৪ আসনে নির্বাচন করব। তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তার প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। বগুড়ার মানুষ হিসেবে সবাইকে এই সিদ্ধান্তে আসা উচিত।’

এরপর অতীত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমি প্রার্থী হওয়ার কারণেই ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছে। বগুড়া-৪ আসনের মানুষ আজও জানেন, আমি নির্বাচিত ছিলাম। দলমত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠাতে চেয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘ডামি ভোট আর কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আমার ওপর হামলা হয়েছে, পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সবকিছুর সাক্ষী বিশ্ব।’

ভোটারদের উদ্দেশে হিরো আলম লেখেন, ‘এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। আমি আবারও বগুড়া-৪ আসনে প্রার্থী হতে চাই। বগুড়া-৬ আসনে নয়। এ বিষয়ে কেউ যেন গুজব না ছড়ায়।’

উল্লেখ্য, ২০২৩ সালে বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫