তারেক রহমানের জন্য বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ বাস

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ PM
লাল-সবুজ রঙে সজ্জিত বাসটি প্রস্তুত তারেক রহমানের জন্য

লাল-সবুজ রঙে সজ্জিত বাসটি প্রস্তুত তারেক রহমানের জন্য © সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে তাকে বহন করার জন্য বিশেষভাবে প্রস্তুত একটি বুলেটপ্রুফ বাস এসে পৌঁছেছে। একইসঙ্গে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ রঙে সজ্জিত বাসটিতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশালাকার প্রতিকৃতি শোভা পাচ্ছে। বাসের গায়ে তারেক রহমানের জনপ্রিয় স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’সহ গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন বার্তা ফুটে উঠেছে। জানালার সুরক্ষা নিশ্চিত করা এই বাসটি ঘিরে সিআইপি গেট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: তারেক রহমান ঢাকায়

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই বিশেষ বাসে চড়ে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন তাঁর অসুস্থ মা খালেদা জিয়ার খোঁজ নেবেন।

জানা গেছে, হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় নবনির্মিত ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ আয়োজিত একটি জনসমাবেশে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫