তারেক রহমানকে এক নজর দেখতে ভোলা থেকে সাইকেলে ঢাকার পথে আব্বাস

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ AM
 শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি

শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি © টিডিসি ফোটো

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে তাকে এক নজর দেখার আশায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভোলার এক বিএনপি নেতা। প্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা প্রেস ক্লাব ভবনের সামনে থেকে ধানের শীষ প্রতীকে মোড়ানো পোশাক পরে তিনি প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল যাত্রা শুরু করেন।

আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পেশায় তিনি একজন ট্রাকচালক।

তার পায়ে চালিত সাইকেলের সামনে ও পেছনে জাতীয় ও দলীয় পতাকা লাগানো রয়েছে। সাইকেলের সামনে তারেক রহমানের ছবি সংবলিত একটি ফেস্টুনে লেখা ‘নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই' তাকে বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই।’ এছাড়া পুরো শরীরজুড়ে তিনি ধারণ করেছেন বিএনপির প্রতীক ধানের শীষ।

আব্বাস মিয়াজি জানান, তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্র ধরেই শৈশব থেকেই তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। গত ১৬ বছরে শত মামলা ও হামলার ভয় উপেক্ষা করে দলের সব কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আওয়ামী লীগের শাসনামলে অনেক সময় ভয়ে গোপনে গোপনে দলীয় কর্মসূচিতে যেতে হতো। এ কারণে আমার বিরুদ্ধে সাতটি মিথ্যা মামলা দেওয়া হয়। এখনো তিনটি মামলা চলমান রয়েছে।'

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই আবেগ থেকেই প্রায় ২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

আব্বাস মিয়াজির ভাষায়, 'দীর্ঘদিন ভয় আর দমন-পীড়নের মধ্যে রাজনীতি করেছি। সেই ভয়কে জয় করতেই এই সাইকেল যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখতে পারলেই আমার সব কষ্ট সার্থক হবে।'

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫