রিকশায় যাওয়ার পথে মৃত্যু হবে, আগেই আশঙ্কা করেছিলেন হাদি

২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

রিকশায় খুন হওয়ার আশঙ্কা আগেই জানিয়েছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি। 

হাদি বলেন, বাংলাদেশের মতো জায়গায় ৫ হাজার টাকায় কন্টাক্ট কিলিং করানো সম্ভব। এই যে আমি রিকশায় ঘুরি, যে কোনো মাদকাসক্তকে টাকা দিলেই তারা আমাকে একটা পোস মেরে চলে যাবে। এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামায়, এখানে কি সব আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকে! একজন দুই জন থাকে, সব মানুষকে ৫-১০ হাজার টাকা দিয়ে দুই মিনিটের জন্য মিছিলে নামায়। তারপর যে ধরা খায় তাকে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আমাদের সমাজ, রাজনীতি কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন-এক পয়সারও লাভ হবে না, যতদিন পর্যন্ত আমাদের আর্থিক সংগতি তৈরি হবে। যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত খুব ভালো রাষ্ট্র পাওয়া সম্ভব নয়। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ হতে উদ্বুদ্ধ করে। 

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। 

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫