পে স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা স্থগিত করে হাদির জন্য দোয়া সরকারি কর্মচারীদের

২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ PM
সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

পে স্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা স্থগিত করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য দোয়া করেছেন সরকারি কর্মচারীরা। আজ শনিবার (২০ ডিসেম্বর) ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকে। তবে সেখানে কর্মসূচি ঘোষণা না করে হাদির জন্য দোয়া করা হয়। 

ঐক্য পরিষদের মূখ্য সমন্বক ওয়ারেছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন করা হয়। তাদের দাবি হলো- সরকারি কর্মচারিদের বেতন বৈষম্য দূরীকরনের ৭ দফার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রদান করতে হবে। একইসঙ্গে ১ জানুয়ারি থেকে এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান, সালজার রহমান, এমএ হান্নান, সেলিম মিয়া, ইছাহাক কবির, রফিকুল আলম, আবু নাসের খান, জিয়াউল হক, জাকির হোসেন এ কেএম নুরুজ্জামান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, খায়ের আহমেদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হোসেন তালুকদার, হুমায়ুন কবির, আসাদুর রহমান, সাবেরা সুলতানা, গিয়াস উদ্দিন, ফারুক মৃধা, জাহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: কবি নজরুলের সমাধির পাশে খোঁড়া হচ্ছে ওসমান হাদির কবর

ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ওসমান হািদি সব সময় বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অকুতোভয় ছিলেন। তিনি জীবন দিয়ে গেছেন, কিন্তু তার স্বপ্ন থেকে বিচ্যুত হননি। আমরাও তার মতো বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় কাজ করে যাব। দোয়া মোনাজাত শেষে দাবি আদায়ে কর্মসূচি ঘোষনা করার কথা থাকলেও ওসমান হাদির সম্মানে ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নেতারা আজ কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত নেন। 

তারা আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের পক্ষ থেকে ১ জানুয়ারি হতে পে স্কেল বাস্তবায়নে কোনও দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫