খালেদা জিয়াকে নিয়ে ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন ডা. জাহিদ

০২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১২ PM
ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন বিএনপি নেতা জাহিদ

ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন বিএনপি নেতা জাহিদ © টিডিসি ফটো

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে সংবাদ ব্রিফিংয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ‘আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কোনো কথায় কান দেবেন না। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

এ সময় তিনি খালেদা জিয়ার জন্য দোয় চান। এছাড়াও তিনি বলেন, আমরা আশা করি এ যাত্রায় তিনি বেচেঁ ফিরবেন আমাদের কাছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড দেখছেন। যুক্তরাজ্য থেকে চিকিৎসক এলে দেখবেন। তারা প্রয়োজন মনে করলে বিদেশে পাঠানো হবে। মেডিকেল বোর্ড তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫